ক্যাম্পাস ডেস্ক: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে বিশ্বকবির সৃষ্টিকে নতুন করে জানতে ক্যাম্পাস টু ক্যারিয়ার আয়োজন করছে রবীন্দ্র সংগীত সন্ধ্যা। ৭ আগস্ট বাংলাদেশ সময় রাত ৮টায় ক্যাম্পাস টু ক্যারিয়ারের ফেসবুক পেইজ থেকে লাইভে সংযুক্ত হবেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও সঙ্গীতশিল্পী সুদীপ্তা পাল শাওলী। রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন সৃষ্টির নান্দনিকতা নিয়ে সংগীত পরিবেশন করবেন এই শিক্ষার্থী। অনুষ্ঠানটি সঞ্চালনায় থাকবেন এসময়ের আলোচিত উপস্থাপক ও তরুণ সংগঠক মৌসুমী মৌ। অনলাইনে অনুষ্ঠানটি দেখা যাবে এই লিংকে।